Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Thursday, July 6, 2017

ইতিহাস


বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট এ যেন এক বিপ্লবী সংগঠনে রূপ নিয়েছ প্রতিষ্টার পর থেকে আজ পর্যন্ত পিছনে তাকাতে হয়নি এই সংগঠন'কে। এই সংগঠনের রয়েছে সু-দীর্ঘ এক সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্য যা সংগঠনের প্রতিটি নেতা কর্মিকে উজ্জীবিত করে সামনের দিকে চলার পথ দেখায়, সাহসের প্রদীপ জ্বালায় মনে। আওয়ামীলীগ যখন বিরুদি দলে তখন এই সংগঠনের নেতা কর্মিরা তাদের রক্ত,শ্রম,সংগ্রাম,আন্দোলনের মধ্য দিয়ে তারা তাদের প্রানের সংগঠন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ'কে ঠিকিয়ে রাখেন এই সিলেটের মাটিতে।কালের পরিক্রমায় এই সংগঠন হয়ে উঠে সিলেট বাসির প্রানের সংগঠন।সন্ত্রাস জঙ্গিবাদ ও গণতন্ত্র রক্ষায় এই সংগঠন সব সময় তার আদর্শ সমুন্নত রেখে কাজ করে।

No comments:

Post a Comment